Breaking

Sunday, March 6, 2022

আসানসোল সাব ডিভিশনাল যোগা কালচার এসোসিয়েশন ও একতা ক্লাবের যৌথ উদ্যোগে এক রক্তদান শিবির আমবাগানে

রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : আসানসোল সাব ডিভিশনাল যোগা কালচার এসোসিয়েশন ও একতা ক্লাবের যৌথ উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। রবিবার এই রক্তদান শিবির করা হয়েছে। আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় ও আসানসোল পৌর নিগমের ৮৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ ডাঃ দেবাশীষ সরকার এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন।এদিনের রক্তদান শিবিরে ৬০ জন রক্তদাতা রক্তদান করেছেন বলে জানা গেছে।রক্তদাতাদের মানপত্র দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে।উদ্যোগক্তাদের তরফে জানানো হয়েছে এই পরিস্থিতিতে আসানসোলের ব্ল্যাড ব্যাঙ্কে যাতে রক্ত সংকট দেখা না দেয় তারজন্য এই রক্তদান শিবির করা হয়েছে।
আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, ৮৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডাঃ দেবাশীষ সরকার, একতা ক্লাবের সেক্রেটারি মদন মাহাতো, সভাপতি অমিতাভ ব্যানার্জী, মদন মোহন চৌবে, বন্দনা গাঙ্গুলি সহ আরও অনেকে।

বারাবনি বিধায়ক তথা আসানসোলের মেয়র বলেন যে আজ যৌথ উদ্যোগে রক্তদান শিবির হচ্ছে । এখান থেকে ৩০ ইউনিট রক্ত সংগ্রহ হবে। তাদের এই মহৎ কাজে আমরা অভিনন্দন জানাচ্ছি। রক্তে যে চাহিদা মেটানোর উদ্যোগ নিয়েছে তার জন্য তাদেরকে অভিনন্দন জানাই। 
৮৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডাঃ দেবাশীষ সরকার বলেন আমরা অনেকদিন ধরে ভেবেছিলাম একটি রক্তদান শিবির করব। আজকেরে রক্তদান শিবিরে ৩০ ইউনিট রক্ত সংগ্রহ করা হবে। রক্তদান শিবিরের অনুষ্ঠানে এসেছেন অনেক বিশিষ্ট মানুষ। ছিলেন আসানসোলের মেয়র তথা বারাবনির বিধায়ক।

এই সংগঠনের সভাপতি অমিতাভ ব্যানার্জী বলেন, যে আজ যৌথ উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এই প্রথমবার রক্তদান শিবির করছি। মূলত এই সময়ে প্রচুর রক্তের প্রয়োজন হয় সেই দিকে মাথায় রেখেই আমাদের এই রক্তদান শিবির। এই রক্তদান শিবিরের যারা রক্ত দিচ্ছে তাদেরকে আমাদের ক্লাবের ও অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানাই হার্দিক অভিনন্দন। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে ৬০ ইউনিট রক্ত সংগ্রহ হয়েছে। 

No comments:

Post a Comment

Adbox