রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : আসানসোলের কুমারপুরে নতুন ফার্নিচার শোরুমের উদ্ধোধন করলেন আসানসোল পৌরনিগমের ৫৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দীপা চক্রবর্তী।শনিবার এই শোরুমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।জানা গিয়েছে এই শোরুমে অত্যাধুনিক ডিজাইনের আসবাবপত্র রয়েছে।শিল্পাঞ্চলে এই প্রথম ধরনের শোরুমে নতুন ডিজাইনের আসবাবপত্র রয়েছে।একি ছাদের তলায় সমস্ত রকমের নামী কোম্পানির আসবাবপত্র রয়েছে।প্রতিটি কেনাকাটায় বিশেষ ছাড় রয়েছে।আগামী এক সপ্তাহে কেনাকাটার উপর বিশেষ ছাড় থাকবে।এর পাশাপাশি ফাইনান্সের মাধ্যমে গ্রাহকদের কেনাকাটায় ব্যবস্থা করা হয়েছে।
এদিন এই প্রসঙ্গে আসানসোল পৌরনিগমের ৫৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দীপা চক্রবর্তী বলেন, আমার ওয়ার্ড এর মধ্যে এই শোরুম হওয়ায় আমি খুবই খুশি। এটি একটি অত্যাধুনিক ও উন্নত মানের একটি নামি কোম্পানির শোরুম। আমি দেখলাম এনাদের ব্যাবহার খুবই ভালো। আমি আমার ওয়ার্ডের সকলকে বলবো এখানে আসতে।
শোরুমের মালিক পার্থ প্রতিম মিত্র বলেন, আজ এই শোরুম উদ্বোধন করা হলো। এখানে একই ছাদের তলায় অনেক ধরনের ফার্নিচার পাওয়া যাবে। আমাদের হোম ডেলিভারি ও ইএমআই এর মাধ্যমেও কেনাকাটার ব্যাবস্থা রয়েছে। এই শোরুমটি সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকবে। এক সপ্তাহ কেনাকাটায় আকর্ষণীয় ছাড় পাবেন ক্রেতারা।
No comments:
Post a Comment