Breaking

Tuesday, February 15, 2022

আসানসোলে ভোট লুটের প্রতিবাদে বিজেপির অভিনব প্রতিবাদ

রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : রাজ্যের চার পৌর নিগমের নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল আসনে জয়ী হয়েছে। আসানসোল কার্যত প্রায় বিরোধী শূন্য। আর এই নির্বাচনে বিজেপি নেতৃত্বের দাবি সঠিক ভাবে শান্তিপূর্ণ ভোট হলে তারা এই নির্বাচনে ভালো ফল করতো। আর তাই আজ ভোট লুটের প্রতিবাদে আসানসোলের পথে নেমে এক অভিনব প্রতিবাদ করলো বিজেপি 

তৃনমুল বুথ লুট করে এবং সন্ত্রাস করে আসানসোল পৌরনিগম দখল করছে। এই অভিযোগ তুলে আসানসোলের কন্যাপুরে পশ্চিম বর্ধমানের জেলা শাসকের অফিস ঘেরাও কর্মসূচি নিয়ে উল্টো পথে হেটে অভিনব আন্দোলন করলো বিজেপি। এই প্রতিবাদে নেতৃত্ব দেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। 
এদিন জিতেন্দ্র তিওয়ারি বলেন, দেশের যত নিয়ম, ইলেকশন কমিশন এর যা নিয়ম, তার উল্টো পথে হেঁটেছে ইলেকশন কমিশন, তার উল্টো পথে হেঁটেছে পুলিশ ও তৃণমূল। মানুষের অধিকার কেড়ে নিয়ে ছাপ্পা ভোট, বুথ লুট করেছে তৃণমূল। তাই আজ আমরা বিজেপি কর্মীরা উল্টো পথে হেঁটেই তার প্রতিবাদ জানাবো। তারা যখন উল্টো পথে হাঁটবে, দেশের নিয়ম মানবে না , নির্বাচনের গাইডলাইন মানবে না, পুলিশ তাদের ধারা উপধারা মানবে না। তাই বিজেপি তাদের উল্টো পথে হেঁটেই প্রতিবাদ করবে। 

No comments:

Post a Comment

Adbox