Breaking

Friday, December 24, 2021

Harbhajan Singh Retirement : দীর্ঘ ২৩ বছরের পথচলার ইতি টানলেন 'টার্মিনেটর'

প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম : সময়টা তখন ছিল ২০০১ সাল। ভারত ও অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। ভারতীয় স্পিনার অনিল কুম্বলের চোটের কারণে তৎকালীন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এই সিরিজে খেলার সুযোগ দেয় সেই ছেলেটাকে। আর তাতেই ভারত তথা গোটা ক্রিকেট বিশ্ব পেলো ক্রিকেটের "টার্মিনেটর"কে। কলকাতার ইডেন গার্ডেনে ভিভিএস লক্ষ্মণ আর রাহুল দ্রাবিড় এর অসাধারণ ব্যাটিং যেমন মনে রেখেছে ক্রিকেট বিশ্ব ঠিক তেমনি দলে সুযোগ পাওয়া এই ছেলেটিও নিয়ে নিল তার জীবনের "প্রথম হ্যাটট্রিক"। সেই ছেলেটির নাম হলো "হরভজন সিং"। সেই থেকে ক্রিকেট বিশ্ব যার নাম দিয়েছিল "দ্য টার্মিনেটর"। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই সিরিজে দুর্দান্ত স্পিন বোলিং করেন হরভজন সিং। ইডেনের হ্যাটট্রিক সহ তিনটি টেস্ট খেলে হরভজন মোট ৩২ টি উইকেট নেয়, যা এখনও পর্যন্ত একটি রেকর্ড। ইডেন গার্ডেনের ঐতিহাসিক হ্যাটট্রিক হলো ভারতের টেস্ট ক্রিকেটে নেওয়া কোনো বোলারের প্রথম হ্যাটট্রিক। সেইদিন স্টিভ ওয়ের অধিনায়কত্ব অস্ট্রেলিয়ার বিজয়রথ থামিয়ে দিয়েছিল ভারত। আর ভারতের এই সাফল্যের অন্যতম প্রধান কারিগর ছিল হরভজন সিং। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯৯৮ সালে টেস্ট ম্যাচ দিয়ে অভিষেক হয় হরভজনের। ওয়ানডে ফরম্যাটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি বছরেই অভিষেক ঘটে তার। দেশের মাঠে টেস্ট ক্রিকেটে অনিল কুম্বলে আর হরভজন সিং এর স্পিন জুটি ভারতকে এনে দিয়েছে অনেক স্বর্ণালী জয়ের ইতিহাস। হরভজন তার বোলিং দক্ষতায় ভারতীয় দলের একজন নিয়মিত সদস্য হয়ে যান। 

হরভজন সিং ২০০৩ সালে সৌরভের নেতৃত্বে খেলেছেন ক্রিকেট বিশ্বকাপ। এরপর ২০০৭ সালে ধোনির নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি ফরম্যাটের প্রথম বিশ্বকাপ খেলে। এই দলের অন্যতম সদস্য ছিলেন হরভজন। ভারত এই টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ী হয়। এরপর ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ দলেরও সদস্য ছিলেন হরভজন। এই বিশ্বকাপেও ভারত ধোনির নেতৃত্বে বিজয়ী হয়। হরভজন সিং ভারতের দুটি বিশ্বকাপ জয়ী দলেরই সদস্য ছিলেন। 

আইপিএল - এ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত। আর শেষে কলকাতা দলেরও সদস্য হন তিনি। আইপিএলে হরভজন মোট ১৬৩ টি ম্যাচ খেলে নিয়েছেন ১৫০ টি উইকেট। ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে নিয়েছেন ৪১৭ টি উইকেট। যেটি স্পিনার বোলারদের মধ্যে বিশ্বে ষষ্ঠ স্থানে রয়েছে। এক দিনের ক্রিকেটে হরভজন নিয়েছেন মোট ২৬৫ টি উইকেট। টি-২০ ক্রিকেটে সব মিলিয়ে নিয়েছেন ২৩৫ টি উইকেট। 

হরভজন সিং টুইটারে লিখেছেন, সমস্ত ভালো জিনিসেরই একদিন শেষ হয়ে যায়। আর আমি আজ এমন একটা খেলাকে বিদায় জানাচ্ছি যেটি আমার জীবনকে সব কিছু দিয়েছে। দীর্ঘ ২৩ বছরের এই যাত্রাকে যারা সুন্দর ও স্মরণীয় করে রেখেছেন, তাদের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ। 

এছাড়াও হরভজন ইউটিউবে তার একটি ভিডিও পোস্ট করে তাতে বলেছেন, ভারতীয় জার্সিতে যখনই তিনি মাঠে নেমেছেন, সেটি তার কাছে সবথেকে বড়ো অনুপ্রেরণার ছিল। কিন্তু জীবনের একটা সময় কিছু কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। গত কয়েক বছর ধরে আমি ঘোষণাটি করতে চাইছিলাম। ভাবছিলাম কবে আপনাদের সেটি জনাব। আজ আমি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করছি। আমি সক্রিয় ক্রিকেটের সাথে অনেকদিন ধরেই যুক্ত নেই। কলকাতা দলের সাথে যুক্ত থাকার কারণে আমি আমার সিদ্ধান্ত জানাতে পারেনি। আমি আমার জীবনে যে সমস্ত দলের হয়েই খেলেছি আমার ১০০ ভাগ দেওয়ার চেষ্টা করেছি। 

No comments:

Post a Comment

Adbox