প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম : ভারত ছিল ক্রিকেট বিশ্বের শিশু। আর কপিল দেব এর হাত ধরেই ক্রিকেটের শিশু ভারত নাবালক থেকে সাবালক হয়ে উঠেছিল সেদিন। সেই কাহিনীই এবার বড়ো পর্দায় নিয়ে আসছেন পরিচালক 'কবীর খান'। এই ছবির নাম দেওয়া হয়েছে "83"।
১৯৮৩ সালে কপিল দেব এর নেতৃত্বে ভারত হয়েছিল ক্রিকেটের বিশ্বজয়ী। সেই ৮৩ - র বিশ্বকাপের নানা অজানা কাহিনী তুলে ধরা হবে এই ছবিতে। ছবিটি চলতি বছরের ২৪ ডিসেম্বর সিনেমা হল গুলিতে মুক্তি পেতে চলেছে। এই ছবিটি হিন্দি, তামিল, তেলেগু, কানাডা এবং মালায়ালাম ভাষায় মুক্তি পাবে। 3D তেও দেখা যাবে এই ছবিটি।
এই ছবিতে কপিল দেবের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেতা "রণবীর সিং" কে। কপিল দেব এর স্ত্রী রোমি দেব এর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে "দীপিকা পাডুকন"কে। সুনীল গাভাসকার এর চরিত্রে অভিনয় করবেন তাহির রাজ। এছাড়াও সাকিব সলিম - মহিন্দর অমরনাথ এর চরিত্রে, কৃষ্ণামাচারি শ্রীকান্তের চরিত্রে জিভা, বলবিন্দর সাধু - র চরিত্রে ভ্রিক, সৈয়দ কিরমানি - র চরিত্রে সাহিল খট্টর, সন্দীপ পাটিলের চরিত্রে দেখা যাবে চিরাগ পাটিলকে। পিআর মান সিং ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে।
ইংল্যান্ডের মাটিতে ভারতের অধিনায়ক কপিল দেব এর ১৩৮ বলে ১৭৫ রানের অপরাজিত ঝোড়ো ব্যাটিংয়ে কাহিনীও দেখা যাবে এই ছবিতে। ১৯৮৩ সালের ২৫ শে জুন, লর্ডসের মাটিতে কপিল দেব এর নেতৃত্বে ভারতের বিশ্বকাপ জয়ের স্বর্ণখচিত ইতিহাস সবই উঠে আসবে রুপোলি বড়ো পর্দায়।
ইতিমধ্যেই এই ছবির টিজার ও ট্রেলার মুক্তি পেয়েছে এবং তা দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব এর ভূমিকায় নিজেকে অবিকল তুলে ধরেছেন অভিনেতা রণবীর সিং। কপিল দেব এর বিখ্যাত নটরাজন শট হুবহু নকল করে নিয়েছেন রণবীর। এখন শুধু ২৪ শে ডিসেম্বর পেক্ষাগৃহে মুক্তি পাওয়ার অপেক্ষায় "83"। আপামর ক্রিকেট প্রেমী ভারতীয় দর্শক প্রতীক্ষার দিন গুনছে সেই স্বর্ণালী ইতিহাসকে রুপোলি পর্দায় দেখার জন্য।
No comments:
Post a Comment