Breaking

Thursday, August 17, 2023

সিনিয়র সিটিজেন ফোরামের উদ্যোগে ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি, মালদা :- সিনিয়র সিটিজেন ফোরামের উদ্যোগে ৭৭ তম স্বাধীনতা দিবস পালিত হয় ইংরেজবাজার পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের মহানন্দা শিশু উদ্যানে। ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর দুলাল সরকারের উদ্যোগে, সিনিয়র সিটিজেন ফোরাম, স্থানীয় বাসিন্দা এবং শিশুদেরকে নিয়ে স্বাধীনতা দিবস উদযাপিত হয়। 

সকালে পতাকা উত্তোলন তারপর শিশুদেরকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুরে শিশুসহ সকলকে নিয়ে বনভোজনের আয়োজন করা হয়। এবিষয়ে কাউন্সিলর দুলাল সরকার বলেন, সারা রাজ্যের সাথে দেশব্যাপী আজ ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে আমরা মালদা সিনিয়ার সিটিজেন ফোরামের সদস্যদের পাশাপাশি শিশু এবং এলাকার মানুষদেরকে নিয়ে স্থানীয় মহানন্দার শিশু উদ্যানে প্রতিবারের ন্যায় এবারেও স্বাধীনতা দিবস উদযাপনে এক অনুষ্ঠানের আয়োজন করেছি। 

তিনি আরো বলেন, পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয়। তারপর শিশু এবং এলাকার মহিলারা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। দুপুরে আমরা সবাইকে নিয়ে একটি বনভোজনের ব্যবস্থা করেছি। 


No comments:

Post a Comment

Adbox