Breaking

Friday, August 4, 2023

মালদায় জেলা প্রশাসনের উদ্যোগে তিন পরিবারের হাতে দুই লক্ষ টাকার চেক তুলে দেওয়া হলো

নিজস্ব প্রতিনিধি, মালদা :- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ঘোষণা মতোই মালদায় জেলা প্রশাসনের উদ্যোগে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তিন পরিবারের হাতে দুই লক্ষ টাকার চেক তুলে দেওয়া হলো। পাশাপাশি ওই তিন পরিবারের একজন করে সদস্যকে হোমগার্ডে চাকরি দেওয়ারও কথা জানানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। শুক্রবার দুপুরে মালদা জেলা প্রশাসনিক ভবনে সরকারি এই চেক বিলির কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন রাজ্যের সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, বস্ত্র দফতরের রাষ্ট্রমন্ত্রী তাজমুল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া সহ প্রশাসনের আধিকারিকরা। 

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবারে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মালদায় পৃথক তিনটি এলাকায় অপ্রীতিকর ঘটনার জেরে মৃত্যু হয় তিনজনের। মানিকচক, বৈষ্ণবনগর এবং চাচোল থানা এলাকায় মৃতদের বাড়ি রয়েছে। সেই পরিবার গুলির হাতেই এদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে দুই লক্ষ টাকার চেক প্রদান করা হয়। পাশাপাশি মৃত তিন পরিবারের একজন করে তিনজন সদস্যকেও হোম গার্ডে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 

জেলা প্রশাসনের এই সহযোগিতা পেয়ে দুঃখের মধ্যেও ধন্যবাদ জানিয়েছেন মৃতদের পরিবার।এদিন জেলা প্রশাসনিক ভবনে মৃত তিনজনের স্ত্রী উপস্থিত হয়েছিলেন। তাদের পরিবারের বক্তব্য পঞ্চায়েত নির্বাচনের সময় গোলমালের জেরে মৃত্যু হয় তাদের পরিবারের সদস্যদের। তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই লক্ষ টাকার আর্থিক অনুদান এবং একজনকে হোমগার্ডে চাকরি দেওয়ার ঘোষণা করেছিলেন। মুখ্যমন্ত্রীর এই সহযোগিতাকে প্রত্যেকে সাধুবাদ জানিয়েছেন। 

No comments:

Post a Comment

Adbox