Breaking

Friday, August 4, 2023

সিপিআইএমের জয়ী পঞ্চায়েত প্রার্থীর বাড়িতে ভাঙচুর এবং মারধরের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে !

নিজস্ব প্রতিনিধি, মালদা :- সিপিআইএমের জয়ী পঞ্চায়েত প্রার্থীর বাড়িতে ভাঙচুর এবং মারধরের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। সাথে ওই জয়ী প্রার্থীকে অপহরণ করেছে কংগ্রেস এমনটাও বিস্ফোরক অভিযোগ পরিবারের। মালদার চাচল ১ নং ব্লকের মকদমপুর গ্রাম পঞ্চায়েতের মোবারকপুর কালিগড় পাড়া ১৩৬ নং বুথের ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

সিপিআইএমের জয়ী প্রার্থী আনোয়ারের বাড়িতে তান্ডব চালানো হয় বলে অভিযোগ। ছিনতাই করা হয়েছে। এমনটাই অভিযোগ পরিবারের। ২০ আসন বিশিষ্ট মকদমপুর গ্রাম পঞ্চায়েতে ৯ টি আসনে তৃণমূল, ৮ টি যায় কংগ্রেসের দখলে, ২ টি সিপিআইএম এবং ১ টি বিজেপি। ফলাফল বেরোনোর পর থেকেই ভোট গঠনের তোড়জোড় শুরু করে তৃণমূল এবং কংগ্রেস। প্রত্যেকেই নিজেদের জয়ী প্রার্থীদের গোপন আস্তানায় রাখে।

এলাকা সূত্রের খবর সিপিআইএমের জয়ী প্রার্থীরা কংগ্রেসকে সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছিল। তার মধ্যে ছিলেন ১৩৬ নং বুথের জয়ী সিপিআইএম প্রার্থী আনোয়ার আলী। আনোয়ার কংগ্রেসের প্রার্থীদের সঙ্গে গোপন আস্তানায় যান বাড়ির লোকেদের জানিয়ে। হঠাৎই কংগ্রেস এখন দাবি করছে আনোয়ার তাদের আস্তানায় নেই। আনোয়ার তৃণমূলের ক্যাম্পে রয়েছে। 

বৃহস্পতিবার সকালে কংগ্রেসের দলবল আনোয়ার আলীর বাড়িতে চড়াও হয়। বাড়িতে ব্যাপক ভাংচুর করে। সোনা গয়না এবং নগদ অর্থ লুটপাট করে বলৈ অভিযোগ। এই মুহূর্তে উত্তেজনা রয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী। 

No comments:

Post a Comment

Adbox