নিজস্ব প্রতিনিধি, মালদা :- ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশন-এর পরিচালনায় এবং মালদা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আন্ত:জেলা অনূর্ধ্ব-১৫ নক আউট ফুটবল প্রতিযোগিতা ২০২৩ শুক্রবার ছিল সেমিফাইনাল পর্যায়ের খেলা। জেলা ক্রীড়া সংস্থার ময়দানে এদিন সেমি ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে মালদা জেলা ক্রীড়া সংস্থা শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ। খেলায় উত্তেজনাপূর্ণ এই খেলায় মালদা জেলা ক্রীড়া সংস্থা ৪-০ গোলে শিলিগুড়ি মহকুমা পরিষদ কে পরাজিত করে ফাইনালে পৌঁছেছে।
প্রথমার্ধের ৪৪ প্রথম গোল করে পঙ্কজ গায়েন দলকে এগিয়ে দেয়, এরপর দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিট, পরে ৬১ মিনিটে এবং চতুর্থ গোল ৮২ মিনিটে করেন পঙ্কজ গায়েন। খেলার ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে মালদার পঙ্কজ গায়েন। পঙ্কজ গায়েনের হাতে ট্রফি তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বাবলা সরকার।
এছাড়াও উপস্থিত কাউন্সিলর বরুন সরদার সহ ডি এস এর সদস্যরা। জানা গেছে আগামী ২০ আগস্ট মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে রাত্রি কালীন ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে দুই সেমিফাইনাল খেলার বিজয়ী মালদা জেলা ক্রীড়া সংস্থা ও হাওড়া জেলা ক্রীড়া সংস্থা।


No comments:
Post a Comment